অনলাইন ডেস্কঃবেশ কিছুদিন ধরেই নেটদুনিয়ায় ক্যানসার আক্রান্ত মায়ের জন্য সবার কাছে প্রার্থনা করার অনুরোধ করছিলেন রাখি সাওয়ান্ত। কিন্তু শেষমেশ আর রক্ষা হলো না। মা হারালেন রাখি।
দীর্ঘ তিন বছর ধরে রাখির মা (জয়া ভেদা) ভুগছিলেন ব্রেন টিউমার এবং মারণরোগ ক্যানসারে। ভর্তি ছিলেন মুম্বাইয়ে টাটা ক্যানসার হাসপাতালের আইসিইউতেও। কিন্তু চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে অবশেষে শনিবার (২৮ জানুয়ারি) মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
এদিন হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় প্রাক্তন ‘বিগ বস’ তারকা রাখিকে। মায়ের মৃত্যুর পর শোকে কাতর হয়ে স্বামী আদিল দুরানিকে খুঁজছিলেন অভিনেত্রী। বন্ধু বান্ধবরা তাঁকে সামলানোর চেষ্টা করছিলেন। যদিও রাখি তখন সান্ত্বনা দেওয়ার ঊর্ধ্বে ছিল।আলোকচিত্রীদের সামনেও প্রলাপ বকে চলছিলেন রাখি। তাঁর হাউহাউ করে কান্নার সেই মুহূর্ত এখনো ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
ইতিমধ্যে রাখি তাঁর মায়ের সঙ্গে পুরনো এক ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায় জয়ার মৃত্যুর আগের পরিস্থিতি। হাসপাতালের শয্যায় নাকে নল গোঁজা জয়াকে নিথর শুয়ে থাকতে দেখা যায়। পাশে মাটিতে বসেই কেঁদে চলেছেন কন্যা রাখি।
সেই ভিডিও শেয়ার করে রাখি লিখেছেন, “আমার মাথায় আর কোন দিন হাত রাখবে না মা। আমার সব শেষ হয়ে গেল। আর কিছু হারানোর নেই। কোথায় যাব আমি এবার, কী করব? মা তোমায় খুব ভালবাসি… মিস করছি খুব।” রাখির সেই পোস্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউড সতীর্থরা। রবিবার (২৯ জানুয়ারি) মায়ের শেষকৃত্য হবে বলে জানান রাখি।
Bangladeshpost24.com