Home খেলা মেয়েদের আইপিএলে পাঁচ দল চূড়ান্ত

মেয়েদের আইপিএলে পাঁচ দল চূড়ান্ত

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্কঃ বুধবার মেয়েদের আইপিএলের জন্য পাঁচ দলের মালিক নিশ্চিত হয়ে গিয়েছে। টূর্নামেন্টে কোন কোন দল খেলবে সেটা নিশ্চিত করেছে বিসিসিআই। যদিও সেই তালিকায় নেই কলকাতা। আবেদন করেলেও দল পাইনি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স

সবচেয়ে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। তাদের দল খেলবে আমদাবাদ শহর থেকে। ১২৮৯ কোটি টাকায় মেয়েদের আইপিএলে দল কিনল আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় মুম্বাই দল কিনেছে।

আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল কিনেছে ৯০১ কোটি টাকায়। বেঙ্গালুরু থেকে খেলবে তারা। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকায় দল কিনেছে তারা। কেপ্রি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লখনউয়ের দল। তারা কিনেছে ৭৫৭ কোটি টাকায়।

জয় শাহ টুইট করে লেখেন, ‘মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হল। নতুন একটু যাত্রা শুরু হল। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।’ আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে নারীদের প্রথম আইপিএল

Bangladeshpost24.com