Home বিনোদন মাসুদ রানা: ধ্বংসপাহাড় সিনেমায় ‘ক্যাপ্টেন আমেরিকা’র ফ্র্যাঙ্ক গ্রিলো

মাসুদ রানা: ধ্বংসপাহাড় সিনেমায় ‘ক্যাপ্টেন আমেরিকা’র ফ্র্যাঙ্ক গ্রিলো

ফ্র্যাঙ্ক গ্রিলো

বাংলাদেশ পোষ্ট ২৪ ডটকম: ‘মাসুদ রানা: ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত যৌথ প্রযোজনার সিনেমা এমআর-নাইন সিনেমায় অভিনয় করবেন ফ্র্যাঙ্ক গ্রিলো। যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্ট ও বিনোদন সংবাদমাধ্যম ডেডলাইন বিষয়টি নিশ্চিত করেছে।

ফ্র্যাঙ্ক একজন আমেরিকান অভিনেতা। তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমা ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এ অভিনয়ের জন্য বেশি পরিচিত।

এমআর-নাইন এ ফ্র্যাঙ্কের চরিত্র সম্পর্কে সিনেমাটির পরিচালক আসিফ আকবর ডেডলাইনকে জানান, ফ্র্যাঙ্ক সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করবেন। এমআর-নাইন সিনেমার শুটিং চলছে যুক্তরাষ্ট্রে। পরে এর শুটিং বাংলাদেশেও হবে।

বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেস ভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছে।

সিনেমার চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ এবং নাজিম উদ দৌলা।

গ্রিলো আরও যুক্ত আছেন লায়ন্সগেট ফিল্মের সিনেমা প্যারাডাইস হাইওয়ে তে। এ অভিনেতা সিএএ, এন্টারটেইনমেন্ট 360 এবং পল হেস্টিংস দ্বারা প্রতিনিধিত্ব করে।

bangladeshpost24.com

Previous articleসুদ পরিশোধেই চলে যাবে ৮০ হাজার কোটি টাকা
Next articleমেটার এআর গ্লাসের প্রথম সংস্করণ শুধু ডেভেলপারদের জন্য