Bangladeshpost24.com
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্কঃ রোবট হলেও মানুষের মতোই সব কিছু করতে পারে। কিছু কাজে ছাড়িয়ে যায় মানুষকেও। তবে মানুষের মতো তারও মন রয়েছে কি না, প্রতিহিংসাপরায়ণ কি না তা এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের বোস্টন ডায়নামিক্স এমনই এক রোবট তৈরি করে সাড়া ফেলে দিয়েছে। সেই রোবট ছুটে ছুটে কাজ করতে পারে মানুষের মতো। আরও অনেক কিছু করতে পারে, ঠিক যেসব কাজ করতে পারে মানুষ। ধারণা করা হচ্ছে, বোস্টন ডায়নামিক্সের অ্যাটলাস খুব শিগগিরই অনেক মানুষের কাজ কেড়ে নিতে পারে, যেমনটা হয়েছিল সত্যজিৎ রায়ের ‘অনুকূল’ গল্পে।

এখনো এই রোবট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। একে দিয়ে কী কী কাজ করানো যা তা নিয়েই চলছে পরীক্ষা-নিরীক্ষা। গবেষকরা এ-ও দেখছেন, কোনো বস্তুকে এই রোবট কীভাবে গ্রহণ করে, কীভাবে তাকে নিয়ে কাজ করে বা নাড়াচাড়া করে।

Bangladeshpost24.com
ছবি: সংগৃহীত

কোন বস্তু অ্যাটলাসের হাতে তুলে দিলে সে যাতে বুঝতে পারে তা কি দিয়ে তৈরি, সেই প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। কোন বস্তু কি দিয়ে তৈরি তা বুঝে ব্যবহার করবে এই রোবট। এ নিয়ে এখনো কাজ চলছে।

এই রোবটের মধ্যে থাকবে একটি কন্ট্রোল সিস্টেম। তার মাধ্যমে সে তার আশপাশের অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। কোন বস্তুর সঙ্গে কীভাবে আচরণ করবে তাও বুঝতে সাহায্য করবে ওই কন্ট্রোল সিস্টেম। একটি সফটওয়্যারের মাধ্যমে কাজ করবে রোবটটি। রোবটের মাথায় বসানো রয়েছে ক্যামেরা। সেই ক্যামেরাই তথ্য সরবরাহ করবে সফটওয়্যারকে। ওই ক্যামেরা রঙ বিচার করে সফটওয়্যারকে জানান দেবে। দূরত্ব, গভীরতাও মাপতেও সক্ষম সে। সেই অনুযায়ী কাজ করবে রোবটটি।

রোবটটি ঠিক কী কী কাজ করতে সক্ষম তা বোঝানোর জন্য একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে দেখা যাচ্ছে, একটি কাঠের পাটাতন তুলে এনে নিজের রাস্তা তৈরি করেছে রোবটটি। তারপর মাটি থেকে ব্যাগ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠল সেই রোবট।

ভিডিওতে আরও দেখা গেল, যাতায়াতের পথে ভল্টও খাচ্ছে সে। প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে। লাফ দিচ্ছে। ঠিক যেমন ক্রীড়াবিদেরা করে থাকেন।

বোস্টন ডায়নামিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাটলাস জাতীয় রোবটটির সংবেদনশীলতা অন্য রোবটের তুলনায় বেশি। একটা বস্তুর সঙ্গে সংযোগ গড়তে পারে। গন্তব্যে যাওয়ার পথে প্রয়োজন মতো পথ বদলাতে পারে। রোবটটির কোনো কিছুকে আঁকড়ে ধরার ক্ষমতা রয়েছে। ওজন নিয়ে চলার সময় ভারসাম্য রাখতেও পারে সে।

Bangladeshpost24.com
ছবি: সংগৃহীত

ভিডিও দেখে মনে হতে পারে, এ আর এমন কি কঠিন কাজ। তবে বিশেষজ্ঞরা বলছেন, মানুষের কাছে যা সহজ, রোবটের কাছে তা সহজ নয়। কারণ তার মস্তিষ্ক নেই।

এই অ্যাটলাস রোবট তৈরি করেছে যে দল, তাতে রয়েছেন ইঞ্জিনিয়ার রবিন ডেইটস। তিনি জানান, এই রোবটে নতুন কিছু বৈচিত্র্যের পাশাপাশি পুরোনো সব গুণই থাকবে।

বোস্টন ডায়নামিক্সের বেশির ভাগ রোবটই বিক্রির জন্য। এক একটির দাম প্রায় আড়াই লাখ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ২ লাখ ৯১ হাজার টাকারও বেশি। তবে এই অ্যাটলাস রোবট আপাতত বিক্রি করবে না সংস্থাটি। গবেষণার কাজে লাগানো হবে।

Bangladeshpost24.com

Previous articleনিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিন্স
Next articleবিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার