অনলাইন ডেস্কঃ কোভিডের টিকা নিয়ে বিতর্ক বাড়ালেন টুইটার সিইও ইলন মাস্ক। করোনার ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তুলে ইলন মাস্ক বলেন, ‘বুস্টার ডোজ নেওয়ার পর ভেবেছিলাম আমি মরে যাব’।
কোভিড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিতর্ক ভারতসহ সারা বিশ্বে জোরদার হচ্ছে। এর মাঝেই মাস্কের এই ধরণের বিবৃতি ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। শনিবার টুইটারের সিইও ইলন মাস্কও এক প্রশ্নের উত্তরে বলেন, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় বুস্টার নেওয়ার পর তাঁর শরীরে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তিনি আরও বলেন, দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়ার পর বেশ কয়েকদিন ধরেই মনে হচ্ছিল আমি মরে গেছি’।
কী লিখেছেন তিনি তাঁর টুইট বার্তায়? মাস্ক লিখেছেন, “দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়ার পর থেকেই আমার শরীরে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। মরে যাওয়ার মত অনুভূতি হচ্ছিল। তবে আমি আশা করি, টিকার কোন দীর্ঘ স্থায়ী ক্ষতি নেই, যদিও সেটা আমি জানি না
Bangladeshpost24.com