আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম

38

ডেস্ক রিপোর্ট: আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত “ম্যাজিকাল নাইট ২.০” কনসার্টে অংশ নেবেন তিনি। এর আগে গত এপ্রিল মাসে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন আতিফ আসলাম।

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে “ম্যাজিকাল নাইট ২.০” কনসার্টটি আয়োজন করছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’। আয়োজকরা নিজেদের ফেসবুকে পেজে আতিফ আসলামের জনপ্রিয় গান “কুচ ইস তারহা” গানের মিউজিক শেয়ার করে এই কনসার্ট আয়োজনের ঘোষণা দেয়। মিউজিক শুনে নেটিজেনরা বুঝে নিয়েছেন এই কনসার্টে গাইবেন আতিফ।

জানা গেছে, ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে আতিফের সঙ্গে থাকবেন পাকিস্তানের আরও একজন শিল্পী। বাংলাদেশ থেকেও অংশ নেবেন একাধিক শিল্পী। উল্লেখ্য, ২৯ নভেম্বর বিকেল ৫টার দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে এই কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে বেলা ১টার দিকে। তবে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে, তা জানা যায়নি।