আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়কে অবস্থান

23

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় বন্ধ ফ্যাক্টরি খুলে দেওয়াসহ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কে তারা অবস্থান নেয়।

জানা গেছে, সোমবার সকাল ৮টায় আশুলিয়া থানাধীন ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড এর আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ হাজার শ্রমিক তাদের বন্ধ ফ্যাক্টরি খুলে দেয়া এবং বকেয়া পাওনাদির দাবিতে ফ্যাক্টরির সামনে অবস্থান করে। পরে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তারা বাইপাইলের উদ্দেশ্যে রওয়ানা হয় এবং সকাল ১০টায় আনুমানিক ৫ থেকে ৬ শত শ্রমিক বাইপাইল মোড়ে অবস্হান নেয়। ফলে নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত,গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে অদ্যবধি উক্ত ফ্যাক্টরিটি বন্ধ রয়েছে। এলাকায় শিল্প পুলিশের টহল উপস্থিত রয়েছে।