অনলাইন ডেস্কঃপদত্যাগ করতে যাচ্ছেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

রনিল জানান, সর্বদলীয় সরকার গঠনের জন্য তার পদ থেকে পদত্যাগ করতে তিনি ইচ্ছুক। বিবিসির প্রতিবেদক জানিয়েছেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিরোধীদের প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

শ্রীলঙ্কায় গত কয়েকমাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ শনিবার (৯ জুলাই)  বিপজ্জনক মোড় নিয়েছে। এদিন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা জোর করে কলম্বোতে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ে। তবে এর আগে গোটাবায়াকে বাসভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রেসিডেন্ট এখন কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট নয়।

দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারণে খাবার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রচণ্ড টান পড়ায় জ্বালানি তেল, খাদ্য এবং ওষুধ পর্যন্ত আমদানি করতে পারছে না সরকার।

এরই প্রেক্ষাপটে, সরকারের বিরুদ্ধে ‘আর্থিক অব্যবস্থাপনার’ অভিযোগে গত কয়েকমাস ধরে দেশটির সর্বস্তরের মানুষ বিক্ষোভ করছে। কিন্তু শনিবার পরিস্থিতি চরম আকার নেয় যখন সারা দেশ থেকে হাজার হাজার মানুষ কলম্বোতে এসে শহরের যে এলাকায় সরকারি অফিস-আদালত এবং মন্ত্রী কর্মকর্তাদের বাসভবন রয়েছে সেখানে ঢুকে পড়ে।

এক পর্যায়ে, ‘গোটা গো হোম’ (গোটা বাড়িতে চলে যাও) স্লোগান দিতে দিতে অনেক মানুষ জোর করে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে।

bangladeshpost24.com

Previous article৩৫ লাখ সিম নিয়ে ঢাকা ছেড়েছে মানুষ
Next articleটুইটার কিনবেন না, সিদ্ধান্ত চূড়ান্ত করলেন ইলন মাস্ক