অনলাইন ডেস্কঃ জিতলেই প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিল ইকুয়েডর। ‘এ’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিল স্বাগতিক কাতার।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ খেলার ৬ মিনিটেই দলকে এগিয়ে নেন ডাচ তারকা কোডি গ্যাকপো। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে গোলের দেখা পেয়েছিল ইকুয়েডরও। পারভিস এস্তোপিনানের সেই গোলটি বাতিল করে ভিএআর।

বিরতির পর ৪৯ মিনিটে ডাচদের বিপক্ষে সমতা টেনেছে ইকুয়েডর। গোল পেয়েছেন আগের ম্যাচে কাতারের বিপক্ষে জোড়া গোল করা এনার ভ্যালেন্সিয়া। চলতি বিশ্বকাপে ভ্যালেন্সিয়ার এটি তৃতীয় গোল। তিন গোল নিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও তিনিই।