অনলাইন ডেস্কঃইসরায়েলের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শাসন ক্ষমতায় নেতানিয়াহুর এই নাটকীয় প্রত্যাবর্তনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১লা নভেম্বর) ইসরায়েলের সাধারণ নির্বাচনের বুথ ফেরত জরিপে এগিয়ে ছিল নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। বৃহস্পতিবার (৩রা নভেম্বর) চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বিজয়ী হয়ে ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্টে (নেসেট) নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার কট্টর ডানপন্থী জোট ৬৪ টি আসন পেয়েছে। এর মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩২টি আসন পেয়েছে। অন্যদিকে কট্টর ডানপন্থী আলট্রা ন্যাশনালিস্ট রেলিজিয়াস জিওনিজম অ্যালায়েন্স পেয়েছে ১৪ টি আসন। এছাড়াও ইয়ার লাপিদের দল ইয়েস আতিদ ২৪টি আসন পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম।
টানা ১২ বছর প্রধানমন্ত্রী থাকার পর ২০২১ সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন নেতানিয়াহু। এবারের নির্বাচনে তিনি যে কেবল সগৌরবে ফিরে এলেন তাই নয়, এর মধ্য দিয়ে সেই ২০১৯ সাল থেকে শুরু হওয়া নজিরবিহীন রাজনৈতিক অচলাবস্থা অবসানের রাস্তা তৈরি হলো।
২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ করা হয়। এ সমস্ত অভিযোগে এখনও নেতানিয়াহুর বিচার চললেও ডানপন্থী এ রাজনীতিবিদ সব অভিযোগই অস্বীকার করেছেন।
এবারের নির্বাচনে পার্লামেন্টে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফিরেছেন তিনি। এখন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানালেই তিনি কাজ শুরু করতে পারবেন। এ প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইয়ার লাপিদের কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহুর হাতে নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। এ কাজের জন্য তিনি অধীনস্থদের নির্দেশনা দিয়েছেন।
রাজনৈতিক কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, মাসের মাঝামাঝি সময়েই নতুন সরকার গঠিত হতে পারে। সম্প্রতি কিছু বছরে ইসরায়েলের ক্ষমতায় থাকা জোট সরকারগুলোর পার্লামেন্টে তেমন সংখ্যাগরিষ্ঠতা ছিল না। ফলে অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে তাদের অবস্থান দুর্বল ছিল।
গত চার বছরের মধ্যে এ নিয়ে পাঁচ বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো ইসরায়েলে। ২০২১ সাকে নির্বাচনে নেতানিয়াহু হেরে যাওয়ার পর ইয়ার লাপিদের মধ্যপন্থি দল ইয়েস আতিদের সঙ্গে জোট করে সরকার গঠন করেছিল ইয়েমিনা পার্টি। কিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের জোটে ফাটল দেখা দেওয়ায় আবার নির্বাচনের আয়োজন করা হয়।
Bangladeshpost24.com