Home বিনোদন নতুন লুকে চমকে দিলেন সালমান

নতুন লুকে চমকে দিলেন সালমান

বাংলাদেশ পোষ্ট ২৪ ডটকম: হাতে স্টিলের রড, চোখে কালো চশমা, মাথাভর্তি ঝাঁকড়া চুল– সালমানকে যেন চেনা দায়। তার এই লুকে চমকে গেলেন ভক্তরা।

শনিবার (১৪ মে) সকালেই ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ ফার্স্ট লুক শেয়ার করেছেন বলিউড ভাইজান। ক্যাপশনে লিখলেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হলো।’

কিছুদিন আগেই পূজা হেগ্রে জানিয়েছিলেন, সালমানের পরবর্তী ছবির সদস্য তিনিও। পরিচালনা করছেন ফারহাদ সমজি। চেহারায় তীব্রতা স্পষ্ট, আন্দাজ করা যাচ্ছে শুরুতেই অ্যাকশন দৃশ্যের জন্য শুট করছেন সালমান।

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র জন্য, অধীর আগ্রহে সালমান ভক্তরা। ছবিটি প্রকাশের পর সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছার বন্যা, কেউ বললেন– ‘ভাইজান আমরাও উত্তেজিত’। কারও বক্তব্য, ‘পুরো আগুন–এবার ধামাকা হবে’। কেউ বললেন, ‘আপনি সেরা ভাইজান’।

সিনেমার নাম উল্লেখ না করেই পোস্ট শেয়ার করেছেন সালমান। তবে দর্শকদের অনুমান, এটি ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ই ফার্স্ট লুক।

যতদূর জানা যাচ্ছে, এই ছবিতে আয়ুশ শর্মা এবং শেহনাজ গিলকেও দেখা যাবে। এ বছরই মুক্তি পাচ্ছে ছবিটি।

bangladeshpost24.com

Previous articleচমকে দিলো অমিতাভ-শাহরুখ-শ্রীদেবী উত্তরসূরিরা
Next articleমানবিক মনোভাব নিয়ে ব্যবসা করতে হবে