অনলাইন ডেস্কঃ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে নক আউট পর্বের লড়াইয়ে মুখোমুখি স্পেন ও মরক্কো। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামছে এই দু’দল। গ্রুপ ‘এফ’ এর চ্যাম্পিয়ন হয়ে নক আউটে পা রাখে মরক্কো। আর ‘ই’ গ্রুপের রানার আপ হয়ে নক আউট নিশ্চিত করে স্পেন।
এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চায় আত্মবিশ্বাসী দু’দল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে ৪-৩-৩ ফরমেশন নিয়ে মাঠে নামছে মরক্কো। অন্যদিকে স্পেনও মাঠে নামছে ৪-৩-৩ ফরমেশন নিয়ে।
স্পেন একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), মার্কোস লরেন্টে, রদ্রি, জর্ডি আলবা, আয়মেরিক ল্যাপোর্টে, সার্জিও বুস্কেটস, গাভি, পেড্রো গঞ্জালেজ, মার্কো অ্যাসেনসিও, ফেরান তোরেস, দানি ওলমো।
মরক্কোর একাদশ: ইয়াসিন বাউনু (গোলরক্ষক), আশরাফ হাকিমি, নওসাইর মাজরাউই, নায়েফ আগুয়ের্ড, রোমেন সাছিস, সোফিয়ান আমরাবাত, আজেদিন ওনাহি, সেলিম আমাল্লাহ, হাকিম জিয়েছ, সোফিয়ান বাউফল, ইউসুফ নাসরি।
Bangladeshpost24.com