বাংলাদেশ পোষ্ট ২৪ ডটকম: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বেসরকারি চ্যানেল ডিবিসি নিউজের এক প্রযোজকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল সংলগ্ন সড়কের পাশ থেকে বুধবার সকালে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
ওই প্রযোজকের নাম আব্দুল বারি। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শিল্পী আক্তার জানান, সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
bangladeshpost24.com