Home খেলা টেস্টে বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস

টেস্টে বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস

বেন স্টোকস

অনলাইন ডেস্কঃ গত বছর ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেন বেন স্টোকস এরপরই হারের বৃত্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ায় ইংলিশরা। অলরাউন্ড পারফরম্যান্সে তো আগে থেকেই উজ্জ্বল স্টোকস এর সাথে আছে দলকে সামনে থেকে দারুণ নেতৃত্ব দেওয়া। যার ফলাফল ও পেলেন এই ক্রিকেটার। হয়েছেন ২০২২ সালের আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার।

আইসিসি বৃহস্পতিবার গতবছরের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের নাম ঘোষণা করে। যেখানে অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে ও সতীর্থ জনি বেয়ারস্টোকে পিছনে ফেলে বর্ষসেরা খেতাব অর্জন করে নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

২০২২ সালে ইংল্যান্ডের জার্সিতে ১৫টি টেস্ট খেলেছেন এই ইংলিশ অধিনায়ক। যেখানে ব্যাট হাতে ৩৬.২৫ গড় এবং ৭২.২১ স্ট্রাইক রেটে করেছেন ৮৭০ রান। এর সাথে নিজের নামের পাশে আছে চারটি অর্ধশতক ও দুটি শতক। আর উইকেট নিয়েছেন ৩১.১৯ গড়ে ২৬টি।

আর এই অলরাউন্ডার ইংলিশদের অধিনায়কের দায়িত্ব নেবার পর ১০ টেস্টে জিতেছেন ৯টি টেস্ট। তাই পরিসংখ্যানই বলে দেয় অধিনায়ক হিসেবে স্টোকস ছিলেন অনন্য।

      

Bangladeshpost24.com