Home তথ্য ও প্রযুক্তি ঘুরে দাঁড়াচ্ছে ক্রিপ্টোকারেন্সি বাজার

ঘুরে দাঁড়াচ্ছে ক্রিপ্টোকারেন্সি বাজার

অনলাইন ডেস্কঃ সময় যত গড়াচ্ছে, তত ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব ক্রিপ্টোকারেন্সি বাজার। শনিবারও (৩০ জুলাই) ক্রিপ্টোর দাম বেড়েছে। গতকাল প্রায় প্রতিটি ডিজিটাল মুদ্রার মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে।

ব্যবসায়ীরা মনে করেন, ইতোমধ্যে দেশে দেশে মূল্যস্ফীতি সর্বোচ্চ বাজে পর্যায়ে পৌঁছেছে। ফলে শিগগির সব পণ্যের বাজার পুনরুদ্ধার হবে।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৩০ জুলাই ক্রিপ্টোকারেন্সি বাজারের প্রধান মুদ্রা বিটকয়েনের দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৩৬ শতাংশ। প্রতি বিটকয়েন বিক্রি হচ্ছে ২৪ হাজার ৫৮৪ ডলার ২৪ সেন্টে। আগের কার্যদিবসের চেয়ে যা ৭৯৮ ডলার ৯৩ সেন্ট বেশি।

গত ১৮ জুন বিটকয়েনের দাম ১৭ হাজার ৫৯২ দশমিক ৭৮ ডলারে নেমে যায়। চলতি বছরের মধ্যে যা সর্বনিম্ন। সেই থেকে ক্রিপ্টো মুদ্রাটির মূল্য ৩৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

ক্রিপ্টোকারেন্সি বাজারের দ্বিতীয় বৃহত্তম মুদ্রা ইথেরিয়ামের দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৬১ শতাংশ। প্রতি ইথেরিয়াম বিক্রি হয়েছে ১ হাজার ৭৩৪ দশমিক শূন্য ৮ ডলারে। সর্বশেষ আগের কার্যদিবসের যা ১০ দশমিক ৪৬ ডলার বেশি।

অন্যান্য ক্রিপ্টো মুদ্রাও চড়া রয়েছে। সোলানার দাম বেড়েছে ৯ শতাংশ। পলিগন ও ইউনিসআপের মূল্য বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৮ শতাংশ। অ্যাভালাঞ্চের দর ঊর্ধ্বমুখী হয়েছে ৭ শতাংশ। আর ডজিকয়েনের দাম বেড়েছে ৬ শতাংশ।

bangladeshpost24.com

 

Previous articleহাওয়া’র গল্প নকলের অভিযোগ
Next articleভোলায় বিএনপির মিছিলে পুলিশের গুলির ঘটনায় সাত দলীয় গণতন্ত্র মঞ্চের নিন্দা