Home সমগ্র বাংলাদেশ গাইবান্ধায় বাস চাপায় ভ্যানচালকসহ নিহত দুই

গাইবান্ধায় বাস চাপায় ভ্যানচালকসহ নিহত দুই

3
বাংলায় সংবাদ 🔊

অনলাইন ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

বোয়ালিয়া মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বোয়ালিয়া গ্রামের বাতেন মণ্ডলের ছেলে ভ্যানচালক শাহাজাহান আলী (৫০) ও নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে রিকশাযাত্রী ফরিদ শেখ (২২)।

আহতরা হলেন উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেল হকের ছেলে এজাদুল হক (৩৫) ও মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৭)।

পুলিশ জানিয়েছে, ভ্যানটি তিনজন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের নাকাইহাট থেকে উপজেলা শহরে যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী শাহজালাল-শাহ পরান নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরো দুইজন।

দূর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী জানান, “দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বাসের নিচে ভ্যান আটকে যায়। তখন বাস রেখে চালক ও তার সহকারীরা পালিয়ে যায়।

বাস জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Bangladeshpost24.com

Previous articleহিরোদের আসল ফেসবুক আইডি চেনার উপায়
Next articleজ্বালানির মূল্য বৃদ্ধিতে ফের বাড়লো গণপরিবহণের ভাড়া