Bangladeshpost24.com
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্কঃ ঢাকার সাভারে খেলতে গিয়ে দুইতলা বাড়ির ছাদ থেকে পরে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আফজালুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কবির হোসেনের দুই তলা বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত আল মোমিন (১০) আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আলী আকবরের ছেলে। এসআই আফজালুর জানান, বিকেলে বাসার ছাদে খেলতে যায় শিশু আল মোমিন। পরে দুর্ঘটনাবশত ছাদ থেকে নিচে পরে যায় শিশুটি। হাসপাতালে নেয়ার পর শিশুটির মৃত্যু হয়। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bangladeshpost24.com

Previous articleযেভাবে বিধ্বস্ত হলো নেপালের বিমান
Next articleসাবেক আফগান এমপিকে গুলি করে হত্যা