আট মামলার আসামি সাভারের ‘মামা জাকির’ গ্রেপ্তার

34

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলাসহ আট মামলার আসামি সাভারের জাকির হোসেন কথিত ‘জাকির মামা’কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে সাভার মডেল থানার উপ- পরিদর্শক মোহাম্মদ তানভীর মোরর্শেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তানভীর মোরর্শেদ বলেন, গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করেছে। বর্তমানে গোয়েন্দা পুলিশ আমাদের কাছে জাকিরকে হস্তান্তর করেছে।

এর আগে, গত বৃহস্পতিবার সন্ধায় রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে । গ্রেপ্তারকৃত জাকির হোসেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের কথিত ভাগ্নে।

এবিষয়ে রোববার দুপুর ১২টায় সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন করেন সাভার মডেল থাবার পুলিশ পরিদর্শক (ওসি) মো: জুয়েল মিঞা।

গণমাধ্যমকে ওসি মোঃ জুয়েল মিঞা বলেন, গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ আমাদের কাছে জাকিরকে হস্তান্তর করে। গ্রেপ্তারকৃত জাকিরকে হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যা কাজে ব্যাবহৃত অস্ত্র উদ্ধারের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।