এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গুলির ঘটনা ঘটেছে। গুলিতে পুলিশের এক কর্মকর্তাসহ কয়েকজন আহত হয়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের।
স্থানীয় সময় রোববার রাতে এ গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গুলিতে আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থার বিষয়ে তথ্য জানানো হয়নি।
তবে পুলিশের বক্তব্য অনুযায়ী, ওই কর্মকর্তার পায়ে গুলি লেগেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
কিন্তু ঠিক কতজন গুলিবিদ্ধ হয়েছেন, তাঁদের অবস্থা কী, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।