Home আন্তর্জাতিক ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস গ্রেপ্তার

ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস গ্রেপ্তার

Bangladeshpost24.com
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্কঃ গ্রেপ্তার ইতালির ‘মোস্ট ওয়ান্টেড’ মাফিয়া বস ‍মাত্তেও মেসিনা দেনারো। শেষ পর্যন্ত সিসিলিতে গ্রেপ্তার হয়েছে সে।পুলিশের চোখ ফাঁকি দিয়ে ৩০ বছর পালিয়ে বেড়ানো ইতালির ‘মোস্ট ওয়ান্টেড’ মাফিয়া বস ‍মাত্তেও মেসিনা দেনারো। শেষ অবধি রক্ষা পেল না।

সিসিলির রাজধানী পালেরমোতে একটি প্রাইভেট ক্লিনিক থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে খবর প্রকাশ করেছে ইতালির কয়েকটি সংবাদমাধ্যম।

জানা গিয়েছে, সে ওই ক্লিনিকেই চিকিৎসা নিচ্ছিলেন। গ্রেপ্তারের পর তাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

মেসিনা দেনারো কুখ্যাত কোসা নোস্ত্রা মাফিয়া দলের প্রধান বলে জানা যাচ্ছে। ৬০ বছর বয়সী মেসিনা ডেনারো।

জানা যাচ্ছে, প্রচুর হত্যাকাণ্ডের অভিযোগে ১৯৯২ সালে মেসিনা দেনারোর বিচার হয়, আদালত তার অনুপস্থিতিতেই তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়।

মেসিনা দেনারোর বিরুদ্ধে যেসব হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে তার মধ্যে ১৯৯২ সালে খুন হওয়া মাফিয়ার বিরুদ্ধে কাজ করা দুই আইনজীবী জিওভান্নি ফালকোনি ও পাওলো বোরসেল্লিনো রয়েছে।

এছাড়াও, ১৯৯৩ সালে মিলান, ফ্লোরেন্স আর রোমে ভয়াবহ বোমা হামলা, রাজসাক্ষীতে পরিণত হওয়া এক মাফিয়া সদস্যের ১১ বছরের ছেলেকে অপহরণ, নির্যাতন, হত্যার অভিযোগ পর্যন্ত আছে তার বিরুদ্ধে।তার অহংকারের এবার বারোটা বাজল।

    Bangladeshpost24.com