ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্কঃ গত কয়েক বছর ধরেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোনো শিরোপাও ঘরে তুলতে পারেনি ক্লাবটি। তাই গুঞ্জন উঠেছে, ম্যানচেস্টার ইউনাইটেডকে বিক্রির চেষ্টা করছে মালিকপক্ষ গ্লেজার পরিবার। তেমনটা হলে ভালো দামই পাবে মালিকপক্ষ। কারণ ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ক্লাব। সম্প্রতি এক জরিপে সে তথ্য জানিয়েছে খেলাধুলার আর্থিক বিষয়াদি ও ব্যবসা–বাণিজ্য নিয়ে প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’।

স্পোর্টিকোর হিসাব অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের মোট দাম বাংলাদেশি টাকায় প্রায় ৬২ হাজার ৯১১ কোটি। আরও অবাক করার মতো বিষয় হলো, মাঠে তেমন চমক দেখাতে না পারলেও গত ২ বছরের মধ্যে ২৮ শতাংশ দাম বেড়েছে ম্যানচেস্টারের ক্লাবটির।

ম্যানচেস্টার অনেকদিন ধরেই প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্লাব। যা এবারও ধরে রাখল প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২০ বার চ্যাম্পিয়ন হওয়া ক্লাবটি।

২০২১ সালের অক্টোবরে সৌদি কনসোর্টিয়ামের অধীনে চলে আসা নিউক্যাসল ইউনাইটেডের দাম বেড়েছে সবচেয়ে বেশি। সেটি ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে করা হিসেবে। এ সময় ৬৩ শতাংশ দাম বেড়েছে নিউক্যাসলের। ৩৫ কোটি ৭০ লাখ পাউন্ড দাম নিয়ে তালিকার দশে নিউক্যাসল ইউনাইটেড।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন মনে করছে, মাঠে তেমন ভালো করতে না পারলেও বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে বাকিদের চেয়ে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এ কারণেই দামে বাকিদের টেক্কা দিয়েছে তিনবার চ্যাম্পিয়নস লিগজয়ী ক্লাবটি। বিশ্বব্যাপী ক্লাবটির ১০০ কোটির বেশি সমর্থক রয়েছে। ইউনাইটেডেরই প্রতিবেশী ক্লাব ম্যানচেস্টার সিটি এদিকটায় খানিকটা পিছিয়ে। আর এ কারণেই প্রিমিয়ার লিগে গত পাঁচ মৌসুমের মধ্যে চারবার শিরোপা জিতেও দামে শীর্ষ দুইয়ে উঠে আসতে পারেনি ম্যানচেস্টার সিটি।

     

Bangladeshpost24.com

Previous articleভারতে পাঁচতলা ভবন ধসে নিহত ৩
Next articleবাংলা একাডেমি পুরস্কার পেলেন যারা