Home রাজনীতি আশুলিয়ায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের চেষ্টা, আটক ৩

আশুলিয়ায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের চেষ্টা, আটক ৩

বাংলায় সংবাদ 🔊

ফয়জুল ইসলামঃ সাভারের আশুলিয়ায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টাকালে তিন পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। এসময় সেখানে থাকা বাকিরা পালিয়ে যায়। শনিবার (৬ আগস্ট) সকালে টঙ্গী-বাইপাইল-ইপিজেড সড়কের জামগড়ার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক তিনজন হলেন- বিপ্লব (৩০), রাসেল (৩০) ও আলী রেজা (২৫)। তারা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপার বলে জানা গেছে। এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল জানান, সকালে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আশুলিয়ার শিমুলতলা বাসস্ট্যান্ডে কিছু লোকজন জড়ো হতে থাকে। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও বিশৃঙ্খলার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে লাঠিসহ তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা বেশ কয়েকজন পালিয়ে যায়। তারা সকলে বিভিন্ন পরিবহন শ্রমিক। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

bangladeshpost24.com

Previous articleফের বাড়ছে গণপরিবহণ ভাড়া; বিআরটিএতে চলছে বৈঠক
Next articleদুদিনের সফরে ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী