বাংলাদেশ পোষ্ট ২৪ ডটকম: অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া স্থানীয় সময় আজ রোববার এ খবর জানিয়েছে। শেন ওয়ার্ন ও রড মার্শের মৃত্যুর পর অস্ট্রেলিয়ার খেলার জগতে এটি আরেকটি শোকাবহ ঘটনা। খবর এএফপির।
শনিবার রাতে কুইন্সল্যান্ড রাজ্যে টাউন্সভিল শহরের কাছে গাড়ি দুর্ঘটনায় নিহত হন ৪৬ বছর বয়সী অ্যান্ড্রু সাইমন্ডস। তিনি ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত ২৬টি টেস্ট ও ১৯৮টি ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।
পুলিশ ও উদ্ধারকারী দল বলেছে, দুর্ঘটনার পর গাড়িটি রাস্তা থেকে গড়িয়ে পড়ে যায়। গুরুতর আহত হয়ে অ্যান্ড্রু সাইমন্ডস মারা যান।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান লকল্যান হেন্ডারসন এক বিবৃতিতে বলেছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট আরেক প্রতিভাবানকে হারাল।
bangladeshpost24.com