অনলাইন ডেস্কঃ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। কাতারের আল জনৌব স্টেডিয়ামে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশনের শুরুটা একদমই ভালো হয়নি কিলিয়ান এমবাপেদের। যদিও ঘুরে দাঁড়াতে খুব একটা সময় নেয়নি দিদিয়ের দেশমের শিষ্যরা। তবে শেষ পর্যন্ত জিরুডের জোড়া গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ইনজুরিতে জর্জরিত দলটি ম্যাচের শুরুর দিকে ছিল বেশ ব্যাকফুটে। প্রথম ২৫ মিনিটে অস্ট্রেলিয়ার গোলমুখে একটিও শট নিতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে এই ২৫ মিনিটে রীতিমতো উড়ছিল গ্রাহাম আরনল্ডের শিষ্যরা। শক্তির বিচারে ফ্রান্সের চেয়ে বেশ পিছিয়ে থাকা দলটি ম্যাচের শুরু থেকেই চাপে রাখে ফ্রান্সের রক্ষণভাগকে। ম্যাচের নবম মিনিটে ক্রেইগ গুডউইনের গোলে কাঙ্ক্ষিত লিড পেয়ে যায় অস্ট্রেলিইয়া। ম্যাথিউ লেকির বাড়ানো নিচু ক্রসে পা ছুঁইয়ে স্কোরশিটে নাম লেখান গুডউইন।

যদিও ম্যাচে ফিরতে মাত্র ১৮ মিনিট সময় নেয় ফ্রান্স। ম্যাচের ২৭ তম মিনিটে কর্ণার থেকে থিও হার্নান্দেজের বাড়ানো বল হেড করে জালে জড়ান র্যাবিয়ট। সমতায় ফেরার পর অপ্রতিরোধ্য হয়ে ওঠে ফ্রান্স। একের পর এক আক্রমণে অস্ট্রেলিয়ার রক্ষণের কঠিন পরীক্ষা নিতে শুরু করে জিরুড-র্যাবিয়টরা। ৩২ মিনিটে আবারও ম্যাচে র্যাবিয়টের ইমপ্যাক্ট। এবার অবশ্য গোল করেননি তিনি, সতীর্থকে দিয়ে করিয়েছেন। তার অ্যাসিস্ট থেকে এবার জালে বল জড়িয়েছেন জিরুড। ২-১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ফ্রান্স।
বিরতির পর অস্ট্রলিয়ার জালে আরো দুইবার বল জড়ায় দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের ৬৮ মিনিটে দলের হয়ে ৩য় গোলটি করেন কিলিয়ান এমবাপে। এর ঠিক ৩ মিনিটের মাথায় চতুর্থ গোলটি করেন জিরুড। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় পায় ফ্রান্স।
Bangladeshpost24.com